আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে চেয়ারম্যান পদে ৬৫, সংরক্ষিত ১৭০,সদস্য ৫০৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

নাছিরনগর 18 October 2021 ২৫৪

নাসিরনগর।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ ইউনিয়নে চেয়ারম্যান ৬৫, সংরক্ষিত ১৭০, সদস্য পদে ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ১৭ অক্টোবর  রবিবার ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে জানা যায়, নাসিরনগর উপজেলায় ১৩ ইউনিয়নে ৬৫ জন চেয়ারম্যান, ৫০৯ জন সদস্য ও ১৭০ জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে রোববার দিনভর মিছিল করে সমর্থকগণ নেচে-গেয়ে নাসিরনগর নির্বাচন অফিস আশপাশে উৎসবে পরিণত হয়।
উপজেলা নির্বাচনী অফিসসূত্রে জানা গেছে,চাতলপাড় ইউপিতে চেয়ারম্যান পদে ছয়জন, তারা হলেন,১.শেখ আব্দুল আহাদ (নৌকা), মোঃ সফিক মিয়া (লাংগল), মোঃ রায়তুল আলম ভূইয়া (স্বতন্ত্র), মোঃ আলমগীর, (হাত পাঁখা),মোঃ মীর হোসেন (স্বতন্ত্র),মোঃ রফিকুল ইসলাম (স্বতন্ত্র), সদস্য ৫১জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, ভলাকুটে ইউপিতে চেয়ারম্যান পদে ১) মোঃ রুবেল মিয়া ( নৌকা), ২) মোঃ মোজাম্মেল হক ( স্বতন্ত্র), ৩) মোঃ শাহ আলম ( স্বতন্ত্র) ৪) মোঃ আরাফাত আলী (স্বতন্ত্র),সদস্য ৩১জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন,গোয়ালনগরে চেয়ারম্যান পদে ১) মোঃ কিরণ মিয়া (নৌকা) ২) মোঃ কাপ্তান (স্বতন্ত্র) ৩) মোঃ আজাহারুল হক চৌধুরী ( স্বতন্ত্র),সদস্য ৪১জন ও সংরক্ষিত মহিলা আসনে ১২জন, নাসিরনগর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১) পুতুল রানী দাস (নৌকা) ২) মোঃ রফিজ মিয়া (স্বতন্ত্র) ৩) শেখ আব্দুল আহাদ ( স্বতন্ত্র) ৪) হাসানুর রহমান (স্বতন্ত্র) ৫) মকলেছুর রহমান ভূইয়া ( স্বতন্ত্র) ৬) নজরুল ইসলাম (স্বতন্ত্র) ৭) জাকির হোসেন চৌধুরী (গোলাপফুল), সদস্য ৪৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে১১জন,ফান্দাউকে চেয়ারম্যান পদে ১) ফারুকুজ্জামান ফারুক (নৌকা),২) মোঃ আলেক শাহ ( হাত পাঁখা) ৩) নুর আহমেদ ( লাংগল), ৪) মোঃ শফিকুল ইসলাম (স্বতন্ত্র), সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩জন
,বুড়িশ্বরে চেয়ারম্যান পদে ১) এ টি এম মোজাম্মেল হক সরকার (নৌকা) ২) মোঃ ইকবাল চৌধুরী ( স্বতন্ত্র) ৩) মোঃ রফিকুল ইসলাম (লাংগল), সদস্য পদে ৩৮জন ও সংরক্ষিত মহিলা আসনে ১২জন,ধরমন্ডলে চেয়ারম্যান পদে ১) মোঃ বাহার উদ্দিন চৌধুরী ( নৌকা) ২) লুৎফুর রহমান (স্বতন্ত্র) ৩) শফিকুল ইসলাম (স্বতন্ত্র) ৪) কাজী তফাজ্জল ( হাত পাঁখা),সদস্য ৪৮জন ও সংরক্ষিত মহিলা আসনে১০জন,চাপরতলা চেয়ারম্যান পদে ১) মোঃ মন্সুর আলী ভূইয়া (নৌকা) ২) ফয়েজ উদ্দিন ভূইয়া(স্বতন্ত্র) , ৩) মোঃ আব্দুল হামিদ ( স্বতন্ত্র) ৪) মোঃ কামরুজ্জামান ( স্বতন্ত্র) ৫) মোঃ দিয়ারিশ মিয়া ( লাংগল) ৬) মোঃ হাবিবুল্লাহ ( হাত পাঁখা), সদস্য ৩৫জন ও সংরক্ষিত মহিলা আসনে১০জন ,গুনিয়াউকে চেয়ারম্যান পদে ১) মোঃ জিতু মিয়া ( নৌকা) ২) মোঃ সামছুল হক ( স্বতন্ত্র) ৩) সৈয়দ মোস্তাক আহমেদ ( স্বতন্ত্র) ৪) হাসান আল মামুন ( স্বতন্ত্র), সদস্য ২৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪জন,হরিপুরে ইউনিয়নে চেয়ারম্যান পদে ১) মোঃ ওয়াসিম আহমেদ ( নৌকা) ২) মোঃ জামাল মিয়া ( স্বতন্ত্র), ৩) ফারুক মিয়া ( স্বতন্ত্র) ৪) শিরিন আক্তার চৌধুরী (স্বতন্ত্র) ৫) মোঃ হেলাল মিয়া ( স্বতন্ত্র), সদস্য ৪০জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন,পূর্বভাগে ইউনিয়নে চেয়ারম্যান পদে ১) মোঃ আক্তার মিয়া (নৌকা) ২) মোঃ আলম উদ্দিন (স্বতন্ত্র) ৩) মোঃ কায়কোবাদ ভূইয়া(হাত পাঁখা) ৪) মোঃ জাহের মিয়া ( স্বতন্ত্র) ৫) মোঃ নজরুল ইসলাম ভূইয়া(স্বতন্ত্র) ৬) মোঃ হোসেন ( স্বতন্ত্র) ৭) মোঃ মুবিন আহমেদ ( স্বতন্ত্র) জন ,সদস্য ৩৪ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন,গোকর্ণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১) ছোয়াব আহমেদ হৃতুল (নৌকা) ২) মোঃ রহমত আলী (স্বতন্ত্র) ৩) সৈয়দ মোঃ শাহীন (স্বতন্ত্র) ৪) সৈয়দ মিজানুর রহমান (লাংগল) ৫) মোঃ রেজাউল হক (স্বতন্ত্র) ৬) সামছুল আরেফিন (স্বতন্ত্র) ৭) এম এ হান্নান ( স্বতন্ত্র),সদস্য ৫০জন ওসংরক্ষিত মহিলা আসনে ১৯জন ও কুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১) ওয়াছ আলী ( নৌকা) ২) ওমরাও খান ( স্বতন্ত্র) ৩) মোহাম্মদ নাছির উদ্দিন ভূইয়া (স্বতন্ত্র),৪)মোঃ নাদিম হোসেন মাসুম ( স্বতন্ত্র) ৫) মোঃ মঈনুল ইসলাম ( স্বতন্ত্র) পাঁচজন, সদস্য ৩৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জনপ্রার্থী পদে মনোনয়ন দাখিল করেন। নাসিরনগর উপজেলায় ইউপি নির্বাচনে ২১অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর ও ২৭ অক্টোবর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।