আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের আহ্বান

আন্তর্জাতিক, জাতীয় 19 October 2021 ২৭১

ঢাকা।।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ও পূজামণ্ডপে হামলার ঘটনার পর এই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। তিনি সংখ্যালঘু হিন্দুদের ওপর পূজা পরবর্তী সাম্প্রতিক সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানান।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় এই প্রথম কোনো বিদেশি কূটনীতিক হিসেবে বিবৃতি দিলেন জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী।গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে মিয়া সেপ্পো বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল। এসব হামলা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী এবং এটি থামানো উচিত।
টুইটে মিয়া সেপ্পো বলেন, ‘আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। আমরা বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদারে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানাই।’
সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময়ে কুমিল্লায় কোরআন মাজিদের অবমাননার অভিযোগ উঠে এবং পরে পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
কুমিল্লার এই ঘটনার পর চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম এবং সর্বশেষ রোববার রাতে রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়।