
আখাউড়া।।
আখাউড়ায় ট্রেনের ধাক্কায় নারী নিহত হয়েছে। বুধবার ২০ অক্টোবর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর এলাকার খড়মপুর মাজার শরীফের কাছে এ ঘটনা ঘটে। লাভলী দুর্গাপুর এলাকার সোলেমান ভূঁইয়ার মেয়ে লাভলী আক্তার (৪০)। স্বামীর বাড়ি জেলার আশুগঞ্জে। লাভলীর চাচাতো ভাই মো. মিলন জানান, স্বজনদের ট্রেনে তুলে দিয়ে ঘুরতে আসেন লাভলী। এ সময় সিলেটগামী ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
আখাউড়া রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্তারিত জানার চেষ্টা চলছে।