আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে ফাঁসিতে ঝুলে এক নারীর মৃত্যু

নাছিরনগর 26 October 2021 ২৩৩

নাসিরনগর।।

নাসিরনগরে ফাঁসিতে ঝুলে এক মানষিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যা করেছে। মঙ্গলবার ২৬ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাহেতুরা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মধ্যপাড়া এলাকার আলাল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (৫৫)। নিহতের ভাই আব্দুল আওয়াল জানান, ভোরে তার বোন সাফিয়া শোবার ঘরের দক্ষিন পাশের রান্না ঘরের তীরের সাথে বেড়জালের রশি পেছিয়ে আত্মহত্যা করেন। তারপর সকালে পুলিশকে বললে নাসিরনগর থানার পুলিশ এসে সাফিয়ার লাশ উদ্ধার করেন।
তিনি আরো বলেন, তার বোন মানুষিক রোগী ছিল। এর আগেও সাফিয়া অনেকবার বাড়ি থেকে চলেগেছিল। অনেক ডাক্তার দেখিয়েও তার বোনকে সুস্থ করা যায়নি। তার বোনের মৃত্যু কোন ভাবেই মানতে পারছেন না।নাসিরনগর থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে-ছিলাম। লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।