
বাঞ্ছারামপুর।।
বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নে নৌকার মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ এলাকাবাসী। গত বুধবার ২৭ অক্টোবর দুপুরে ইউনিয়নের খাককান্দা বাজারে এ কর্মসূচী পালিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বাঞ্ছারামপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।মঙ্গলবার ২৬ অক্টোবর এসব ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামীলীগ। ছলিমাবাদে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুল মতিনের নাম ঘোষণা করা হয়। এর প্রতিবাদে এবং আবদুল মতিনকে রাজাকারপুত্র দাবি করে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের নেতৃত্বে এলাকার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।এতে বক্তব্য দেন ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক বাবুল মিয়া, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অহিদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রব, কৃষক লীগের সভাপতি তনু মুন্সী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম।
বক্তারা অভিযোগ করেন, আবদুল মতিনের বাবা সমন্দর মিয়া মেম্বার ছিলেন রাজাকার। আর চেয়ারম্যান হিসেবে টাকা ছাড়া তিনি কোনো কাজ করেননি।তূণমূলের ভোটে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল মিয়াকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান আবদুল মতিন জানান, তার মৃত বাবার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। এসব ঠিক নয়। টাকা ছাড়া কাজ করেন না প্রসঙ্গে তিনি বলেন, মানুষ বললে তো আর তাদের ধরে রাখতে পারব না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, কাউন্সিলরদের ভোটে প্রথম হয়েছেন জালাল, সে ভাবে তারা প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু কীভাবে মতিন নমিনেশন পেল, তা বুঝতে পারছি না।