
আশুগঞ্জ।।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে ব্যাটারি চালিত অটো রিকশা চার্জ দিতে গিয়ে।ব্রাহ্মণবাড়িয়ার
আশুগঞ্জে বৃহস্পতিবার (২৮) অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। হাসান উপজেলার তারুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালার বাড়ির আমির হোসেনের ছেলে হাসান (৩০)। তারুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য বিল্লাল মিয়া বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান ব্যাটারি চালিত অটো রিকশা চালক ছিলেন। সে এলাকার একটি গ্যারেজে তার অটো রিকশাটি প্রতিদিন চার্জ দেন। প্রতিদিনের মতো আজও সে তার রিকশাটি গ্যারেজে চার্জ দিতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।