
আখাউড়া।।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দিবে না। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।
আজ শুক্রবার ২৯ অক্টোবর সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। এতে সম্মানিত অতিথি ছিলেন, ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ। সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতের দেওয়া দু’টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।
বিকেলে আরেক অনুষ্ঠানে কসবা হাসপাতালকে আরেকটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। এ সময় তিনি জানান, সংখ্যালঘুদের ব্যাপারে কমিশন গঠন বিষয়ে আলোচনা করা হবে। সাম্প্রদায়িক হামলাকে পরিকল্পিত হামলা বলে তিনি উল্লেখ করেন।