আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

বাঞ্ছারামপুর, সারাদেশ 31 October 2021 ২২৬

বাঞ্ছারামপুর।।

মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আহত ৮ জন হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন পাশ্ববর্তী জেলা নরসিংদী সদরের সঙ্গীতা এলাকার ফরিদ মিয়া (৪৫) ও বাঞ্ছারামপুর উপজেলার সলিবাবাদ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মাহাবুবুর রহমান জুয়েল (৩৫)।ফরিদ নরসিংদীর সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুরের খুরশিদ মিয়ার ছেলে।এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ বলেন, যাত্রীবাহী স্পিডবোটটি ১০/১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিল। পথে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধারের পর ঢাকায় নেওয়া পথে জুয়েলের এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।