আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

মেঘনা নদী থেকে ১৮ ঘণ্টা পর স্পিডবোট চালকের লাশ উদ্ধার

জাতীয়, বাঞ্ছারামপুর 31 October 2021 ২৪৫

বাঞ্ছারামপুর।।

মেঘনা নদীতে স্পিডবোট ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর স্পিডবোট চালক নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ নিয়ে স্পিডবোট ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন।
আজ রোববার ৩১ অক্টোবর বেলা আড়াইটার দিকে নরসিংদীর করিমপুর বাজারের নৌ পুলিশ স্পিডবোট চালক বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের খুরশিদ মিয়ার ছেলে রুবেল মিয়া ওরফে ভুট্টুর (১৭) লাশ উদ্ধার করেছে।এর আগে শনিবার রাত সাড়ে আটটার দিকে স্পিডবোট ডুবে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মাহবুবুর রহমান (৩৫) ও নরসিংদী সদর উপজেলার সঙ্গীতা এলাকার ফরিদ মিয়া (৪৫) মারা যান। মাহবুবুর রহমান উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক ছিলেন। শনিবার রাতেই তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নরসিংদী থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দির উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে আটটার দিকে মরিচাকান্দি লঞ্চঘাটের সামনে মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা বালুবাহী নৌকার সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়।বালুবাহী নৌকাটি ওপরে উঠে যাওয়ায় স্পিডবোটটি ঘটনাস্থলে ডুবে যায়। এ সময় এলাকাবাসী নদী থেকে যাত্রীদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁদের মধ্যে গুরুতর আহত মাহবুবুর রহমানকে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। আর ফরিদ মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে স্পিডবোট ডুবে যাওয়ায় চালক রুবেল মিয়া ওরফে ভুট্টু নিখোঁজ হয়।
স্পিডবোট ডুবির ঘটনায় বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ শাহরিয়ার, ফুটবল খেলোয়াড় সুমন সরকার, স্থানীয় বাসিন্দা রাকিব মিয়াসহ পাঁচ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে আহত আহমেদ শাহরিয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে
এঘটনার খবর পেয়ে রোববার বেলা ১১টার দিকে নরসিংদীর করিমগঞ্জ বাজারের নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌছে বেলা সাড়ে ১১টা থেকেই নিখোঁজ চালকের সন্ধানে অভিযান চালান। বেলা আড়াইটার দিকে মেঘনা নদীর স্পিডবোট ডুবে যাওয়ার স্থল মরিচাকান্দি লঞ্চঘাট থেকে নিখোঁজ চালক রুবেল লাশ উদ্ধার করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। নরসিংদীর করিমপুর বাজারের নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ দাউদ বলেন, নৌ পুলিশের ছয় সদস্যের একটি দল নিখোঁজ স্পিডবোট চালকের লাশ উদ্ধারের অভিযান চালায়। দীর্ঘ তিন ঘণ্টা অভিযান চালিয়ে স্পিডবোট চালকের লাশ উদ্ধার করে।