আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে হিন্দু মহাজোটের সাথে বৈঠক

আন্তর্জাতিক, সারাদেশ 3 November 2021 ৩৮৩

ঢাকা।।
কুমিল্লা, হাজীগঞ্জ, নোয়াখালী, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে দূর্গা পুজা মন্ডপ, মন্দির, প্রতিমা, হিন্দু বাড়ীঘর দোকান ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা, অগ্নি সংযোগ, লুঠপাট ভাংচুর ধর্ষন খুন জখম ও বাংলাদেশে সংখ্যালঘু সমস্যার সমাধান বিষয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাথে ডেলিগেশন অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ এর হেড অফ ডেলিগেশন এ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি এবং ডেলিগেশন অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ এর প্রথম সচিব (রাজনৈতিক) এডুয়ার্ড ইভান এর সৌহার্দ্যপূর্ণ এক আলোচনা হয় আজ সকালে। হিন্দু মহাজোট নেতৃবৃন্দ জানান শুধু এবারই প্রথম নয়, বার বার হিন্দু সম্প্রদায়ের উপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে। কখনো জমি দখল, কখনো রাজনৈতিক কারণ, কখনো ধর্মীয় অযুহাতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠ বিচার না হওয়ার কারনে অপরাধীরা অপরাধ করতে আরো বেশী করে উৎসাহী হচ্ছে। এবারের ঘটনা দিনের বেলায় ও প্রকাশ্যে ঘটলেও পুলিশ প্রশাসন যথা সময়ে ব্যবস্থা না নেওয়ার কারনে এবং ক্ষমতাশীন রাজনৈতিক দল সহ কোন রাজনৈতিক ও সামাজিক সংগঠণের কোন প্রতিরোধমূলক ভূমিকা না থাকায় এবং মানষিকভাবে হিন্দু সম্প্রদায় দুর্বল থাকায় এবং উল্টো পুলিশ প্রশাসনের হয়রানীর ভয়ে হিন্দু সম্প্রদায় কোন প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে নাই। শুধু তাই নয়, এই ন্যাক্কারজনক ঘটনার পরে ১৭ জন হিন্দুকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতার করা হয়েছে। আমাদের পার্লামেন্ট এ ১৬ জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি থাকলেও সদস্য পদ হারানোর ভয়ে তারা কোন কথা বলতে পারে না। পার্লামেন্টে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকার কারনে হিন্দু সম্প্রদায় দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। আশঙ্কাজনকভাবে হিন্দু সম্প্রদায় বাংলাদেশ ছাড়ছে। ফলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্তির দিকে যাচ্ছে। এমতাবস্থায় হিন্দু মহাজোট জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয়, এবং একটি উপরাষ্ট্রপতি ও উপ প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করে তা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব করেন এবং তা বাস্তাবায়নের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্ব নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন। এম্বাসেডর ও রাজনৈতিক সচিব মহোদয় ধৈর্য ধরে হিন্দু মহাজোট নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং সংখ্যালঘু সমস্যা সমাধানে বাংলাদেশ যাতে আন্তরিক হন সে বিষয়ে সুপারিশ করবেন মর্মে আশ্বস্ত করেন। হিন্দু মহাজোটের প্রতিনিধি দলে ছিলেন নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ প্রদীপ কুমার পাল, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ প্রতীভা বাকচী ও তথ্য ও গবেষণা সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ।