আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

সারাদেশ 4 November 2021 ২০৩

নাসিরনগর।।

মুজিব বর্ষে শপথ করি , দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪ নভেম্বর ২০২১ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নাসিরনগর উদ্যোগে অফিস আঙ্গিনায় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাওন, অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন মহিলা ভাইস চেয়ারম্যান রবিনা আক্তার, স্বাগত বক্তব্য রাখেন স্টেশন মাষ্টার। অনুষ্ঠানের শুরুতেই পায়না উড়িয়ে শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।