আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

খেলতে গিয়ে পানিতে ডুবে জমজ দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 7 November 2021 ২০১

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় সদর তালশহর উত্তরপাড়া এলাকায় আজ পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
পুকুরে ডুবে আদিবা ও আরিফা নামের দুই বোন মারা গেছে। রোববার ৭ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা এই গ্রামের আলী হোসেনের যমজ মেয়ে। তাদের বয়স দুই বছর।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশের পুকুরে খেলা করতে গিয়ে দুই শিশু ডুবে যায়। স্থানীয়রা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। এর কিছুক্ষণ পর তাদের দেহ পানিতে ভেসে উঠলে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।