
বাঞ্ছারামপুর।।
করোনার টিকা নেওয়ার আধাঘন্টা পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক গৃহবধূ।ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে। সৌদী প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী হোসনা আক্তার(২৯)।জানা গেছে, শনিবার উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের কমিউনিটি ক্লিনিকে ৫০০ জনকে করোনার টিকা দেয়ার কথা ছিল। দুপুর বারোটায় হোসনা আক্তার প্রথম করোনার টিকা নেন। দায়িত্বরত হেলথ কেয়ার প্রোভাইডার মতিউর রহমান তাকে টিকা পুশ করেন। এর কিছুক্ষণ পর হোসনা আক্তার অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হোসনা আক্তারের মা শামসুন্নাহার বেগম বলেন, আমার মেয়ে টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।বাহেরচর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মতিউর রহমান জানান, দুপুর বারোটার দিকে অন্যদের সাথে হোসনা আক্তারও টিকা নিতে আসেন। টিকা পুশের কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক মাথায় অনেক পানি দেয়া হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণ জানান, হোসনা আক্তারকে আমরা মৃত অবস্থায় পাই। ধারণা করছি অতিরিক্ত এলার্জি থাকার কারণে তার এমনটা হয়েছে।