
নবীনগর।।
নবীনগরে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্ত প্রায় লাঠি খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই প্রাচীন খেলা। মনোমুগ্ধকর এই খেলা উপভোগ করতে মাঠে ভিড় করে নানা বয়সের মানুষ। গ্রামীণ এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান দর্শনার্থীদের। লাঠি খেলাকে কেন্দ্র করে ঢাক, ঢোল আর সানাইয়ের শব্দে চারপাশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করেন লাঠিয়ালরা। চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাতের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ জোগান খেলোয়াড়দের। খেলায় কুড়িঘর গ্রামের ২৪টি লাঠিয়াল বাহিনী অংশ নেয়। সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর এবং হারানো ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন বলে জানান অনুষ্ঠানের প্রধান পরিকল্পনাকারী সমাজসেবক আবদুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে লাঠি লড়ি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওস্তাদ শায়েস্তা খান, নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম, জাকির হোসেন সর্দার প্রমুখ।