
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিকল্প আয়বর্ধক সহায়তায় নিবন্ধিত ৬০ জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।সোমবার দুপুর উপজেলা মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন শফিক আলেয়া।উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যাতি কণা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেহ উদ্দিন আহম্মদ।বিতরণ কার্যক্রম ও সভা সঞ্চলনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম।এর আগে সেলাই মেশিন প্রাপ্তদের তিনদিনের সেলাই প্রশিক্ষণ দেয়া হয়।