
আশুগঞ্জ।।
আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা চকবাজারে ট্রাক্টর চাপা পড়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির মো. খায়েশ মিয়া (৪৮)। তার বাড়ি আড়াইসিধা ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শি এবং কায়েশ মিয়ার চাচাত ভাই মনির জানান, আজ মঙ্গলবার সকালে উপজেলার আড়াইসিধা চকবাজার থেকে কৃষি কাজ করানোর জন্য শ্রমিক আনতে যায়। যাওয়ার পথে আড়াইসিধা চকবাজারের মাঝখানের সড়কে একটি ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। এ সময় খায়েশ মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে। ঘটনা দেখে আশেপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত ট্র্রাক্টরের নিচ থেকে খায়েশ মিয়াকে উদ্ধার করে বাজিতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ভৈরব উপজেলার কালিকা প্রসাদ বাজারে পৌঁছার পর সে মারা যায়। এরপরও খায়েশ মিয়াকে বাজিতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে তাকে আশুগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আশুগঞ্জ থানায় নিয়ে আসার পর তার সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। ড্রাইভার এবং ট্রাক্টর আটক করা হয়েছে।