
সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ১নং অরুয়াইল ইউনিয়নের নির্বাচন প্রার্থীদের নিয়ে নির্বাচন আচরণবিধি অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সার্কেলের জৈষ্ঠ্য সহকারী সুপার মো. আনিছুর রহমান।অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৪ সাধারণ সদস্য প্রার্থী, ১৫ জন মহিলা সংরক্ষিত প্রার্থী, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।