
ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা হিন্দু-বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা হিন্দু-বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার নাগ। সাধারণ সম্পাদক প্রদ্যোৎ রঞ্জন নাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ডাঃ ডিউক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এড. মিন্টু ভৌমিক, জহর লাল সাহা, সিনিয়র সদস্য সুভাষ চন্দ্র পাল, আইনজীবি ঐক্য পরিষদের সভাপতি এড. অসীম কান্ত চৌধুরী কাজল, সাধারণ সম্পাদক এড. যতন শর্মা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি আচার্য, হরিপদ ভৌমিক দুলাল, জেলা কমিটির সহ-আইন সম্পাদক এড. সুভাষ দেবনাথ, নাসিরনগর উপজেলা শাখার সভাপতি এড. আদেশ দেব, কসবা শাখার সভাপতি পিযুষ রায়, নবীনগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি অজন্ত ভদ্র, সাধারণ সম্পাদক সীতানাথ সূত্রধর, আখাউড়া শাখার সাধারণ সম্পাদক চন্দন ঘোষ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সব্যসাচী পাল, জেলা শাখার মহিলা সম্পাদিকা উমা পাল, সরাইল শাখার সাধারণ সম্পাদক অসীম দেব, জেলা কমিটির সদস্য সঞ্জয় রায় পোদ্দার, হিরন বৈদ্য, নাসিরনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অঞ্জন দেব প্রমুখ।
জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দিলীপ কুমার নাগকে আহ্বায়ক ও প্রদ্যোৎ রঞ্জন নাগকে সদস্য সচিব মনোনীত করা হয়। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তমতে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে বলে সংগঠন সূত্র জানায়।-খবর বিজ্ঞপ্তির