আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন ২০ দলীয় জোটের প্রতিনিধি দল

জাতীয়, রাজনীতি 21 November 2021 ২২৪

ঢাকা।।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আজ ২১ নভেম্বর রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন ২০ দলীয় জোটের একটি প্রতিনিধি দল।
এলডিপির একাংশের মহাসচিব শাহদাত হোসেন সেলিম জানান, আজ দুপুরের দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে জোটের একটি প্রতিনিধি দল। তারা খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেবেন।
তিনি বলেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এমএ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ প্রতিনিধি দলে থাকবেন।