
আখাউড়া।।
আখাউড়ায় পুকুরে ওযু করতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।আজ সোমবার ২৯ নভেম্বর ভোরে জেলার আখাউড়া উপজেলার ধরখার গ্রামে।
নিহত শহিদ মিয়া(৭৯) এর গ্রামের বাড়ি জেলার নবীনগর উপজেলার ভুইমারি গ্রামে।পুলিশ জানায়, বৃদ্ধ শহিদ মিয়া ফজরের নামাজ আদায় করতে ধরখার সড়কের পাশে একটি পুকুরে ওযু করতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে শীতের কারণে পুকুর থেকে উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
দুপুরের দিকে মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে স্থানীয় লোকজন ধরখার ফাঁড়ি থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
ধরখার ফাঁড়ি ইনচার্জ ও পুলিশ সহকারি পরিদর্শক বিমল কর্মকার বলেন, ধারনা করা হচ্ছে পুকুরে ওযু করতে গিয়েই বৃদ্ধের মৃত্যু হয়েছে। কারণ তার গায়ে পরিহিত পাঞ্জাবি ওযু করার কায়দায় বাধা ছিল এবং হাত দুটি মুষ্টিবদ্ধ ছিল।