আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

তিতাস নদীতে স্পিডবোট-নৌকার সংঘর্ষে একজনের মৃত্যু

নবীনগর 30 November 2021 ২১৮

ননবীনগর ।।
তিতাস নদীতে নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডবোটযাত্রীর মৃত্যু হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
উপজেলার মনতলা এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে।নিহতের নাম আতিকুর রহমান। তার বাড়ি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূর জাহানপুর গ্রামে। তিনি স্পিডবোটে ছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি আমিনুর রশিদ।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট এলাকা থেকে যাত্রী নিয়ে স্পিডবোটটি নবীনগর উপজেলা সদরের দিকে রওনা দেয়। নবীনগরের মনতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। তখন স্পিডবোটে বসে থাকা আতিকুর ছিটকে পানিতে পড়ে ডুবে যায়।ওসি বলেন, তার মরদেহ পরে উদ্ধার করা হয়েছে আর কেউ হতাহত হননি।