আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

দক্ষিণ আফ্রিকা ফেরত প্রবাসীর বাড়িতে লাল নিশান

বাঞ্ছারামপুর 30 November 2021 ২৩৪

বাঞ্ছারামপুর।।
বাঞ্ছারামপুরে দক্ষিণ আফ্রিকা থেকে আসা আতিকুর রহমান ডালিম (৩৮) নামে এক প্রবাসীর বাড়িতে লাল নিশান টানিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পাশাপাশি লাল রঙের হোম কোয়ারেন্টাইন লেখা যুক্ত স্টিকার ঝুলিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার বিকেলে নিশানটি টানানো হয়।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরের খোষকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে দক্ষিণ আফ্রিকা প্রবাসী আতিকুর গত ১৬ নভেম্বর দেশে আসেন। তিনি দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন শহরে ব্যবসা করেন। ১৯ দিনের ছুটিতে দেশে আসেন। আগামী ৭ ডিসেম্বর তার ফিরে যাওয়ার কথা রয়েছে।
উপজেলা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, আতিকুর আমার শ্যালক। গত ২৮ নভেম্বর আমার নির্বাচন ছিল। নির্বাচনের জন্য দেশে এসেছিল। আগামী ৭ ডিসেম্বর তার দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ তাকে ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছেন। বাড়িতে লাল রঙের হোম কোয়ারেন্টাইন লেখা যুক্ত স্টিকার লাগানো হয়েছে।
এর আগে দুপুরে বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহমেদ বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে আসা ওই প্রবাসীর বাড়িতে হোম কোয়ারেন্টাইন লেখা যুক্ত স্টিকার টানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে লাল নিশান টানাবেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন বলেন, আতিকুর গত ১৬ তারিখ বাংলাদেশে এসেছে। গতকাল ইমিগ্রেশন থেকে আমাদের জানানো হয়। তার মোবাইল নম্বর ভুল থাকায় পাসপোর্টের সূত্র ধরে তাকে আমরা শনাক্ত করি। করোনা পরীক্ষার জন্য তার স্যাম্পল নেওয়া হয়েছে। আমরা তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম বলেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসীর বাড়িতে লাল নিশান টানিয়ে দিয়েছি। তিনি ফাইজারের টিকা নিয়ে দেশে এসেছেন। আমরা তার স্যাম্পল নিয়েছি নেগেটিভ হলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
উল্লেখ্য, গত সপ্তাহের মাঝামাঝিতে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ধরনটি খুব উচ্চ সংক্রামক। আর শনাক্তের পর থেকে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ওমিক্রন যেন ছড়িয়ে না পড়তে পারে সেজন্য কঠোর বিধি-নিষেধ আরোপ করছে। কোনো কোনো দেশ দক্ষিণ আফ্রিকাসহ এর আশপাশের কয়েকটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করেছে। আর সতর্কতার অংশ হিসেবে যারা ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে এসেছেন তাদের বাড়ি শনাক্ত করে লাল নিশান টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আফ্রিকা থেকে দেশে আসা ২৪০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।