আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে যাচাই বাচাইয়ে ১০ জনের মনোনয়ন বাতিল

বিজয়নগর 30 November 2021 ৩০৫

বিজয়নগর।।

৪র্থ দফার ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে ৫৩৮টি মনোনয়নপত্র দাখিল করেছিল প্রার্থীরা। এর মধ্যে ২৯ নভেম্বর বাছাইয়ের দিনে ইউপি চেয়ারম্যান পদে ৭৩ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করেন এবংবাকী ২ জনের বাতিল করেন বিভিন্ন কারনে, সাধারণ সদস্য পদে ৩৫১ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করেন আর ৫ জনের বাতিল করেন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০৪ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করনে আর বাকী ম ৩ জনের বতিল করনে। মনোনয়নপত্র যাচাই বাছাই করে ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
২৫ নভেম্বর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেন ৫৩৮ জন ২৯ নভেম্বর সোমবার দিনব্যাপী যাচাই বাছাই শেষে হরষপুর ইউনিয়নের মোঃ কবিরুল নজরুল ও চান্দুরা ইউনিয়নের মেজবাহ উদ্দিন টিপু চৌধুরী এই দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন পত্র বিভিন্ন সমস্যার জন্য বাতিল করা হয়েছে। যাচাই বাছাই শেষে পত্তন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ ওয়াছেক মিয়া একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নের আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।