আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ভাদুঘরে দরুদ শরীফ পাঠ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া সদর 3 December 2021 ২৪৪

ব্রাহ্মণবাড়িয়ায়।।
মোয়াজ্জিন আজান দেয়ার আগে মাইকে দরুদ শরীফ পাঠ করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার ৩ ডিসেম্বর বেলা দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ি এলাকার খাদেমপাড়া নুর জামে মসজিদে আহেলাতুল সুন্নাতুল জামাত ও হেফাজতে ইসলাম সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হল দেলোয়ার হোসেন লিটন (৩৫), সালাউদ্দিন রকি (২৯), ফরিদ উদ্দিন (৫০), হেলাল উদ্দিন (৪০), আবু খায়ের (৬০), ফয়সাল মিয়া (৩০), মুক্তিযুদ্ধা আলী আকবর, সিয়াম (১৬), সাদেকুর রহমান ও নিলুফা বেগম(৪০)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ির জামে মসজিদে ওয়াহাবি পন্থী সোহেল জুম্মার নামাজের আজানের পূর্বে মোয়াজ্জিনকে দরুদ শরীফ পাঠ করতে নিষেধ করেছিলেন। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে মারপিট শুরু হয়।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেল মিয়া, ফারুক মিয়া ও কাউতলীর ইমন মিয়াকে আটক করা হয়েছে।