আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাঞ্ছারামপুরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বাঞ্ছারামপুর, সারাদেশ 6 December 2021 ২৪৯

বাঞ্ছারামপুর।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে পূর্ব শত্রুতার জেরধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে।রোববার ০৫ ডিসেম্বর রাত পৌনে ৮টার উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত অলেক মিয়া(৬০) রাধানগর গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য বিস্তার, নির্বাচনি বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে রাধানগর গ্রামের বর্তমান মেম্বার মাসুদ মিয়া এবং সদ্য নবনির্বাচিত মেম্বার মহসিন মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার রাত সোয়া ৮টার দিকে বর্তমান মেম্বার মাসুদের পক্ষের অলেক মিয়া এশার নামাজের পর বাড়ি ফিরছিলেন। এসময় নবনির্বাচিত মেম্বার মহসিনের লোকজন তার উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অলেক মিয়ার উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।