আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

রাস্তা পার হতে গিয়ে তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, সারাদেশ 9 December 2021 ২৫১

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায়এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ী জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের জালাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯)। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। নিহতের স্বজনরা জানান, আশুগঞ্জে নিজ বাড়ি থেকে সোহাগ নিজের ট্রাক নেওয়ার জন্য সরাইল আসছিলেন। পথিমধ্যে বিশ্বরোড এলাকায় এসে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া পণ্যবাহী ট্রাক সোহাগকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।