আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

চান্দুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মন্ত বিরামহীন ভাবে গণসংযোগ করছেন

বিজয়নগর 11 December 2021 ৩৩৪

বিজয়নগর।।
বিজয়নগরের চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী যুব সমাজের অহংকার পষ্টবাদী এলাকার আপামর মানুষের আপনজন সন্জয় রায় পোদ্দার মন্তু বিরামহীন ভাবে ইউনিয়নের প্রতিটি জায়গায় গন সংযোগ,উঠান বৈঠক ও পথসভা করছেন। তিনি আজ রামপুর,ভাটি কালীসীমা,ডাক বাংলা, চান্দুরা বাজারে গন সংযোগ করেন। গনসংযোগ কালে তিনি বলেন আমি আমৃত্যুর পর্যন্ত চান্দুরা ইউনিয়ন বাসীর সুখে দুঃখে থাকতে চাই।আমি এই ইউনিয়নের দলমত নির্বিশেষে সকল নিকট হাতুড়ি মার্কায় ভোট প্রার্থনা করি।আমি আপনাদের কাছে কারো ভাই, কারো বন্দু হিসেবে আমাকে হাতুড়ী মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানাই।