আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

আশুগঞ্জ 13 December 2021 ২৭১

আশুগঞ্জ।।

আশুগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ব্যাপারে অভিযুক্ত সাবেক সেনা সদস্য তাজুল ইসলাম কে খুঁজছে পুলিশ।রোববার দুপুরে উপজেলার সোহাগপুর এলাকার পশ্চিমপাড়া তাজুল ইসলামের বাড়িতে এই ঘটনাটি ঘটে। এই বিষয়ে ধর্ষণের শিকার হওয়া মেয়েটির মা বাদি হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।অভিযুক্ত তাজুল ইসলাম উপজেলা দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। সে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলেও জানা গেছে।ধর্ষণের শিকার শিশুটির মা জানান, সকালে তার মাদরাসা পড়ুয়া ছেলেকে দেখার জন্য তিনি ব্রাহ্মণবাড়িয়া যান। দুপুরে বাড়িতে ফিরে তিনি তার মেয়েকে বিছানায় শুয়ে থাকতে দেখেন। পরে তাকে গোসল করানোর জন্য নিয়ে গেলে সেখানে তিনি তার মেয়ের কাছে কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চান। এসময় তার মেয়ে তাকে জানান পাশের বাড়ির দাদা তাজুল ইসলাম তাকে ১০ টাকা দিয়ে তার বাড়িতে নিয়ে যান। এসময় তার বাড়িতে তাজুল ইসলামের বউ বাচ্চা কেউ ছিলনা। পরে তাজুল ইসলাম ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক বাচ্চাটির উপর পাশবিক নির্যাতন চালায়। এ সময় বাচ্চাটি চিৎকার-চেঁচামেচি করলেও কেউ এগিয়ে আসেনি। পরে রক্তাক্ত অবস্থায় তিনি তার মেয়েটিকে আশুগঞ্জ থানায় নিয়ে যান। সেখানে তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলামকে একমাত্র আসামি করে একটি ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ ধর্ষণের শিকার হওয়া বাচ্চাটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
বাচ্চা শিশুটির মা আরো জানান, তাজুল ইসলাম ইতোপূর্বে আরো বেশ কয়েকটি বাচ্চা মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মান ইজ্জত এর কথা চিন্তা করে কেউ মুখ খুলে এই কথা বলছে না। এই ঘটনার সুষ্ঠু বিচার করেন তিনি। পাশাপাশি তার পরিবারের নিরাপত্তা দেয়ার দাবিও জানান শিশুর মা।
এই ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, মেয়েটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।