আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

একটি আধুনিক ইউপি গড়তে হাতুড়ী মার্কায় ভোট দিন—মন্ত

বিজয়নগর, রাজনীতি 14 December 2021 ২৫৩

অপুর্ব দেব।।
চান্দুরা ইউপি নির্বাচনে ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সন্জয় রায় পোদ্দার মন্ত বলেছেন একটি আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষে আপনারা হাতুড়ী মার্কায় ভোট দিন।হাতুরী মার্কা ভোট দিয়ে এই ইউপি জনগনের অধিকার প্রতিষ্ঠা করার দাবী জানান।তিনি গতকাল মঙ্গলবার চান্দুরা ইউপির রছুল পুর,বেকীনগর,রামপুর,ডাক বাংলা এবং চান্দুরা বাজারে গণসংযোগ কালে এ কথা বলেন।তিনি আরো বলেন আপনারা হাতুড়ী মার্কা ভোট দিবেন এবং এই ভোট যেন কেউ ছিনতাই করতে না পরে কেন্দ্র ও পাহার দেওয়ার আহব্বান জানান জনগনের প্রতি।তিনি প্রশাসনের প্রতি ইঙ্গিত করে বলেন সাধারন ভোটার যেন যার যার ভোট নির্বিগ্নে দিতে পরে সে ব্যবস্হা করার দাবী করেন।