আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিজয়নগর 14 December 2021 ২৪৯

বিজয়নগর।।

বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান, উপজেলা কৃষি অফিসার মোঃ সাব্বির আহমেদ, বীরমুক্তিযোদ্ধা দবির আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা।