আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়ের র‌্যালি করতে এসে ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ৩ কর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 16 December 2021 ২৮১

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে বিজয় দিবসে র‌্যালি করতে গিয়ে ছাত্র শিবিরের ৩ কর্মীকে আটক করেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। আটকৃতরা হলেন, জেলার বিজয়নগরের আমানপুরের মেহেদী হাসান (২১), নবীনগরের নোয়াগাঁও গ্রামের মোহাম্মদ আলী (১৮) ও কসবা উপজেলার মিয়াদ মিয়া (১৬)।পুলিশ ও স্থানীয়রা জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে র‌্যালি করতে ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা সমবেত হচ্ছিলেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সোহরাব আল হোসাইন জানান, আটক কৃতদের থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।