
আখাউড়া।।
আখাউড়ায় মোটর সাইকেলের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে।আজ সোমবার ২০ ডিসেম্বর ভোরে আখাউড়া-কসবা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের উপজেলার দরুইন গ্রামের পশ্চিমপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে হিরণ মিয়া (৪৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার ভোরে অটোরিকশা নিয়ে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন হিরণ। পথে দরুইন এলাকায় এক বৃদ্ধ যাত্রীকে সড়ক পার করে দিচ্ছিলেন। ফিরে আসার সময় বেপরোয়া একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হিরণ।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।