আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

চান্দুরায় দলমত নির্বিশেষে হাতুড়ি মার্কায় ভোট দিন— প্রগতিশীল জোট

বিজয়নগর, রাজনীতি 21 December 2021 ৩০১

বিজয়নগর।।

প্রগতিশীল জোটের আহবায়ক, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলী সদস্য ও জেলা ১৪ দলীয় জোটের নেতা কমরেড নজরুল ইসলাম বলেছেন,দলমত নির্বিশেষে হাতুড়ি মার্কায় ভোট দিন এবং দেশের জন্য কাজ করার সুযোগ করে দিন।তিনি আরো বলেন হাতুড়ি মার্কা ভোট দিয়ে মন্ত কে চেয়ারম্যান পদে নির্বাচিত করুন।একটি ভোট আপনার আমানত সম্পদ আপনার আমানত ভোটটি হাতুড়ি মার্কায় দিয়ে চান্দুরা বাসির উন্নয়নে সুযোগ করে দিন।গতকাল ২১ ডিসেম্বর বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী সন্জয় রায় পোদ্দার মন্ত র হাতুড়ি মার্কার নির্বাচনী গনসংযোগ কালে তিনি এসব কথা বলেন।হাতুড়ি মার্কার প্রার্থী মন্ত কে সাথে নিয়ে গনসংযোগ কালে উপস্থিত ছিলেন প্রগতিশীল জোটের সদস্য সচিব, জেলা বাসদের আহবায়ক ও জেলা ১৪ দলীয় জোটের নেতা প্রবীর চৌধুরী রিপন, চান্দুরা ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক অপূর্ব দেব, সদস্য মোঃ আবুল কালাম,সদস্য শাহেন শাহ প্রমুখ।চান্দুরা গ্রামের বিভিন্ন পাড়া মহল্লা, ইব্রাহিম পুর,আদর্শ গ্রামসহ বিভিন্ন স্হানে দিনব্যাপী গণসংযোগ করেন তারা।