আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে স্কুল ছাত্রীকে ইভটিজিংযের অভিযোগ তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকী

নাছিরনগর 22 December 2021 ১৮৩

নাসিরনগর।।

ব্রাক্ষণবাড়িযা জেলার নাসিরসগরে এক স্কুল ছাত্রীর সাথে ইভটিজিংয়ের ঘটনা ঘটেছে।ওই ঘটনায় ছাত্রীর ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ইভটিজারের বিরোদ্বে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে প্রভাবশালী ইভটিজারের লোকজন অভিযোগ উঠিয়ে নিতে বাদি ও তার লোকজনকে হুমকি ও চাপ প্রয়োগ করছে বলে বাদী রফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানিয়েছে।ঘটনাটি ঘটেছে ১০ ডিসেম্ভর ২০২১ দুপুর অনুমান ১ ঘটিকার সময় জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া গ্রামে বাদির বাড়ির দক্ষিনে একটু দুরে।বাদীর লিখিত অভিযোগে জানা যায় বাদির বোন নবম শ্রেণী পড়ুয়া একজন ছাত্রী। ঘটনার সময়ে ওই ছাত্রী তার বান্ধবীর বাড়ি থেকে গাইড বই আনতে যায়। ওই ছাত্রীকে তার প্রতিবেশী জেনু পাঠানের বখাটে যুবক তোফাজ্জল পাঠান( ১৮) রাস্তা ঘাটে চলার পথে প্রায়ই উত্যক্ত করে প্রেম নিবেদন করতো।ওই ছাত্রী তাতে সাড়া না দিলে তার কাছে মোবাইল নাম্ভার চাইতো।ওই ছাত্রী তার কোন মোবাইল নাম্ভার নেই ও সে মোবাইল ব্যবহার করেনা জানালে ঘটনার সময়ে পূর্ব থেকে উৎপেতে থাকা বখাটে তোফাজ্জল তার ভাই মোয়াজ্জিম পাঠানকে নিয়ে ওই ছাত্রীর গতিরোধ করে লাঠি দিযে ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে টেনে হ্যাচড়ে কাপড় চোপড় ছিঁড়ে শ্রীলতাহানি করে।পরে ওই ছাত্রীকে নাসিরনগর স্বাস্থ্য কেন্দ্রে এনে চিকিৎসা শেষ চিকিৎসা সনদ সংগ্রহ করে তার ভাই বাদি হয়ে নাসিরনগর থানা লিখিত অভিযোগ দায়ের করে।এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার এস আই শ্রীবাস দাস জানা ইভটিিংয়ের তেমন কোন আলামত পাওয়া যায়নি।বিষয়টি উভয় পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।