আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে একরাতে তিন বাড়িতে চুরের হানা

সরাইল 29 December 2021 ২২১

সরাইল।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একরাতে তিন বাড়িতে চুর হানা দিয়েছে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের পূর্ব পাড়ায় মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটেছে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে শুক্কুর আলীর ছেলে মোঃ রাজ্জাকের ঘরের তিন দিকে চারটি সিধ কাটা। রাজ্জাকের স্ত্রী জানিয়েছে আমরা টের পেয়ে গেলে চুর ঘরে প্রবেশ করতে পারেনি। একই পাড়ার আবু তাহের মিয়ার ছেলে মোঃশাহজাহান মিয়ার পাকা ঘরের স্টিলের দরজার নিচের অংশ কেটে প্রবেশ করার চেষ্টা করে। গৃহকর্তী আরজুদা বেগম জানান, আমাদের বাড়িতে কিছু দিন পর পর চুরির ঘটনা ঘটছে। গভীর রাতে দরজার স্টীল কাটার শব্দ টের পেয়ে আমরা ঘরের ভেতর থেকে চিৎকার করলে চুর পালিয়ে যায়। তিনি আরো বলেন দেড় মাস আগে তার মুমুর্ষ শাশুড়ির নাকও কান থেকে স্বর্ণের অলঙ্কার খুলে নিয়ে যায় চুরেরা। বিভিন্ন সময়ে তাদের ৫/৬ টি গরু চুরি হয়েছে ঘর থেকে। এই পাড়ার গোপাল দেবতা মন্দির সংলগ্ন বাড়ির বাসিন্দা নারায়ন দাসের ছেলে, সুবন চন্দ্র দাসের স্যামসাং জে সেভেন প্রাইম মোবাইল সেটটি ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে চুরি করে নিয়ে যায়। উল্লেখ্য গত ২৮ নভেম্বর ইউ,পি নির্বাচনের পুর্বে একই পাড়ার শাহেদ মিয়ার মুদি দোকানের মালামাল এবং পলান দাসের ঘরের এল,ই,ডি টিভি,বস্তাভর্তি ধান সহ অন্যান্য মালামাল ও কুচনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাস্টার বাড়ির বাসিন্দা ফারুক মিয়ার ছেলে নাঈমের নতুন বাইসাইকেল চুরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের সচেতন একাধিক বাসিন্দা জানিয়েছেন মাদকসেবী বৃদ্ধি পাবার সাথে চুরির ঘটনা বৃদ্ধির সম্পর্ক থাকতে পারে। এ বিষয়টি জানালে ও,সি মোঃ আসলাম হোসেন থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। সুবন চন্দ্র দাসের কাকা পরিতোষ দাস বিট অফিসার এস,আই বশির আহমেদকে মােবাইল ফোনে জানালে সন্দেহভাজনদের তালিকা প্রদানের জন্য পরামর্শ দেয়। এ বিষয়ে নব নির্বাচিত চেয়ারম্যান মনসুর আহমেদ বলেন ঘন ঘন চুরির ঘটনাটির বিষয় আগেও শুনেছি।