
ব্রাহ্মণবাড়িয়া।।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল এর মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ)ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে আজ ৩০ ডিসেম্বর সকাল ১০:৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গত ২৮শে ডিসেম্বর করোনা স্যাম্পল কালেকশনে বিলম্ব হওয়া নিয়ে দুবৃত্তদের আঘাতে নিহত হন সাইফুল ইসলাম(২৮)। উক্ত মানবন্ধনের সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি জনাব জহিরুল হক ভূইয়া। মানবন্ধনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান বিএমএ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক,স্বাচিপ,ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি নিপিড়িত স্বাস্থ্য বিভাগের সদস্যদের প্রাণ আমাদের অভিবাবক ডাঃ মোঃ আবু সাঈদ স্যার, বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেল সদর হাসপাতাল এর তত্বাবধায়ক ডাঃ ওয়াহিদুজ্জামান স্যার,সাবেক তত্বাবধায়ক ও বিএমএ নেতা ডাঃ শওকত হোসেন স্যার,বিএমএ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাঃ হুমায়ুন কবীর স্যার,আর এমও ডাঃ রানা নুর সামস স্যার,আরএমও ডাঃ হিমেল খান স্যার সহ বিএমএ নেতৃত্ববৃন্দ,এসময় উপস্থিত ছিল স্বাধীনতা নার্সেস পরিষদ,সদর হাসপাতাল নার্সেস এসোসিয়েশন,কর্মচারী কল্যাণ পরিষদ,সিএসসিপি সংগঠন সহ স্বাস্থ্য বিভাগের সকল সংগঠন।
মানববন্ধনটি সঞ্চালনা করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ)ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ(বিএমটিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক জুনায়েদ বাপ্পী, উপস্থিত ছিলেন সভাপতি বিএমটিপি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি বাবু কৃষ্ণ ধন দাশ, নাজিম উদ্দিন চৌধুরী সহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থানরত সকল সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ।
মানবন্ধনে বক্তারা সাইফুল ইসলাম হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারিক কার্যক্রমের আহবান জানান।