
বিজয়নগর।।
বিজয়নগর উপজেলায ২৬ ডিসেম্বর ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩১ নং ভোট কেন্দ্রটি ছিল দাউদপুর সরকারী উচ্চ বিদ্যালয়।এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান খাঁ ও কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসারসহ কর্মকর্তাদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার ৩০ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেছেন চান্দুরা ইউপির ৫নংওর্য়াডের তিন মেম্বার প্রার্থী। নির্বাচনের প্রজ্ঞাপন স্থগিত করে পূণরায় ভোট গণনার দাবী করেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে চান্দুরা ইউপির ৫ওর্য়াড মেম্বার প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাউদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো: শাহজাহান মিয়া বলেন,উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নে ৫নংওর্য়াডে দাউদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ভোট কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গ্রহন শেষ করি।আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছায়েব আলী তার মোরগ প্রতীককে জয় ঘোষণা করা হয়েছে।ভোট গণনা না করেই জয় ঘোষণা করতে তার তালা প্রতীকের ফলাফল পাল্টে দিয়েছে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা।পরবর্তীতে তালা প্রতীকের মেম্বার প্রার্থী শাহজাহান মিয়া তার এজেন্টদের সঙ্গে নিয়ে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারসহ সকল কর্মকর্তাকে পূণরায় ভোট গণনার করার জন্য বার বার বললে ও তারা কোন কর্ণপাত না করে বিজয়নগর চলে যায়। তালা প্রতীককে পরাজিত করার জন্য,পূণরায় ভোট গণনা করেনি কর্মকর্তারা। এঅবস্থায় নির্বাচনের প্রজ্ঞাপন স্থগিত করে পূণরায় ভোট গণনার দাবী করেন তিনি।
তিন মেম্বার প্রার্থীর অভিযোগে সূত্রে জানা গেছে, ২নংচান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫নংওর্য়াডে ভোট কেন্দ্রটি হল দাউদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ওই কেন্দ্রের সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারসহ সকল কর্মকর্তারা দাউদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান খাঁর তাহার গনিষ্ঠ আত্মীয় সুবাদে প্রিসাইডিং দায়িত্বে থাকা জুনায়েদ আল-সাদী ও আইনশৃঙ্খলা দায়িত্বপ্রাপ্ত এস,আ্ই সুমন চৌধুরী নামে দুইজনকে নিয়ে ভোটগ্রহণ চলাকালে গোপন কক্ষে বৈঠক করেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান খাঁর পরিকল্পিত ভাবে কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গ্রহন শেষে চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত আসনের ভোট গণনা করলেও সাধারণ সদস্য(মেম্বার)দের ভোট গণনা করেননি।ভোট গণনা না করেই তিন মেম্বার প্রার্থীকে পরাজিত ফলাফল প্রকাশ করেছে বলে তাদের অভিযোগ।
দাউদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান খাঁ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে প্রবেশ করে বোন জামাই ছায়েব আলীকে মোরগ প্রতীক জয়ী করার জন্য।তিনি সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার সহ সকল কর্মকর্তারা একযোগে মনগড়ামত ছায়েব আলী তার মোরগ প্রতীককে জয়ী ঘোষণা করেন। এমন খবর শুনে নিজ নিজ প্রার্থীর এজেন্টদের সঙ্গে নিয়ে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারসহ সকল কর্মকর্তাকে পূণরায় ভোট গণনার দাবী করলে তারা কোন কর্ণপাতই করেন নাই।
রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রার্থীদের ওই দাবী সম্পর্কিত একই ওর্য়াডের তিনটি আবেদন তিনি পেয়েছেন। তবে প্রিজাইডিং কর্মকর্তাদের দেয়া ফলাফল শীট অনুযায়ী ভোটের ফল ঘোষণা করা হয়েছে দাবী করে তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ ইরফান উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,অভিযোগ গুলো গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাচন অফিসাকে চিঠি দেওয়া হয়েছে।