আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

মজলিশপুরে জাল ভোট দিতে এসে এক যুবক আটক।। ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 5 January 2022 ২৪১

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে এক যুবক আটক।আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকেমৃত আব্দুর রহিমের ছেলে মো. বাদশা (২০) আটক করা হয়।এ সময় তাকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের দণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, একজন প্রবাসে থাকা ভোটারের ভোট দিতে বাদশা নামের এক তরুণ কেন্দ্রে প্রবেশ করেন। এসময় কেন্দ্রে ভোট দেওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার সংগ্রহ করার অপরাধে তাকে আটক করা হয়। পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।