আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ট্রাক্টরের ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত

সরাইল 8 January 2022 ২৩৪

সরাইল।।

সরাইলে ট্রাক্টরের ধাক্কায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। তিনি জেলার আখাউড়া উপজেলার রানীখার এমদাদুল বারী গাউছিয়া আলীম মাদরাসার ইতিহাস বিভাগের প্রভাষক ও নাসিরনগর উপজেলার ভুবন গ্রামের আব্দুল হাফিজের ছেলে।মুহাম্মদ দেলোয়ার হোসেন (৪৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাঞ্জু মিয়া জানান, আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নিহত দেলোয়ার হোসেন রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পুলিশের সহযোগিতায় তার মরদেহ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
ওই মাদরাসার শিক্ষক মোঃ সানাউল্লাহ জানান, দেলোয়ার হোসেন মাদরাসাতেই থাকতেন। তিনি প্রতি বৃহস্পতিবার বাড়ি যান।আজ শনিবার সকালে মাদরাসায় আসার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ফোনে দুর্ঘটনার খবর পায় তার পরিবার।