
আখাউড়া।।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,রাজাকারের সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আপনারা সজাগ থাকবেন। আপনারা তাদের প্রশয় দিবেন না। আজ শনিবার ০৮ জানুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াালী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধরখার ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল হক বাছিরের সভাপতিত্বে ও নব নির্বাচিত চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফিকের সঞ্চলনায় আইনমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু বাংলার অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা স্বাধীন বাংলার নাগরিক। আমরা স্বাধীন বাংলাকে ২০৪১ সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলবো। মন্ত্রী বলেন, আমরা আগে ছিলাম গরীব দেশ, এখন মধ্যম আয়ের দেশ ও একটা উন্নয়নশীল দেশ হয়েছি।
শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক সেলিম ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আবদুল মমিন বাবুল, উপজেলা ছাক্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।
উল্লেখ্য আইনমন্ত্রী আনিসুল হকের নিজস্ব অর্থায়নে উপজেলার ধরখার ইউনিয়নে আজ শনিবার দুপুরে ৭০০ কম্বল বিতরণ করা হয়। বিকালে উপজেলার মোগড়া ইউনিয়েনের নয়াদিলে আরো ৬০০ কম্বল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে আখাউড়া উপজেলায় ৩৪০০ কম্বল বিতরণ করা হবে বলে জানা যায়। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।