
আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবক আত্মহত্য করেছে।আজ রোববার সকাল সাড়ে ১০ টায় পৌরশহরের দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের বাড়ী পৌর শহরের তারাগণ গ্রামের মৃত জারু মিয়ার ছেলে শিবলী (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেবগ্রাম এলাকা অতিক্রম করার সময় সে রেললাইনে উঠে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা ও শরীর দ্বি- খন্ডিত হয়ে যায়। তারাগণ গ্রামের বাসিন্দা ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল ইসলাম মুন্না বলেন, শিবলী দীর্ঘদিন ধরেই মানসিক যন্ত্রণা ও হতাশায় ভোগছিল। সে মাদক আসক্ত হয়ে পড়ে। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মোঃ মাজারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।