
ব্রাহ্মণবাড়িয়া।।
পুলিশী হেফাজতে নেওয়া বিএনপির চার নেতা ছারা পেলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে এ চার নেতাকে আটক করে পুলিশ। শনিবার ৮ জানুয়ারী রাতে তাদের সদর মডেল থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, পুলিশ হেফাজতে থাকা বিএনপির চার নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে মুচলেকা রাখা হয়। পুলিশ হেফাজতে থাকা নেতারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার ৭ জানুয়ারি দুপুরে বিএনপির এই চার নেতাকে আটক করে পুলিশী হেফাজতে নেয়।
এদিকে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় শনিবার ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শহরতলীর বটতলী বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।