
সরাইল।।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারলে দেশ শোষকদের হাতে চলে যাবে। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে।আমাদের প্রয়োজন, শেখ হাসিনার শক্তি যেন সুসংহত থাকে।আজ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এই অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি হিসেবে বিভিন্ন স্কুলের ৭৫ শিক্ষার্থীকে আর্থিক অনুদান তুলে দেন মন্ত্রী।
মান্নান বলেন, ‘শেখ হাসিনা কৌশলী নেতৃত্ব দিয়ে আসছেন। গত ১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের উপোস সময় কাটত। এখন তিন বেলা ভাত খেতে পারি।
‘শিক্ষায় আমরা এখনও পিছিয়ে। আমাদের স্বাক্ষরতার হার ৭৫ ভাগ। এর মধ্যে ২০ ভাগ নাম লিখতে পারে।’
এই অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার আনিসুর রহমানসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।