
কসবা।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ১৩ জানুয়ারী সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে খাড়েরা এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো চারজন। কসবা থানার এস.আই মো. নূরে আলম জানান, নিহতদের মধ্যে কাউছার নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি সিএনজি অটোরিকশার চালক, তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে। আনুমানিক ৩০ বছর বয়সী। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।