আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ড্রেন পরিষ্কার করার সময় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর 13 January 2022 ২৪২

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া ড্রেন পরিষ্কার করার সময় অজ্ঞাত এক নারীর (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সকালে শহরের হালদার পাড়ার একটি নর্দমা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় বাসিন্দা কালন মিয়া ড্রেন পরিষ্কার করার সময় মরদেহটি দেখতে পেয়ে আশপাশের মানুষকে জানান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরেদহটি উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশের ১ নং ফাঁড়ির ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, নিহত নারীর পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে। মরদেহটি উদ্বার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।