
কসবা।।
কসবায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টায় পৌর এলাকার টিআলী মোড় থেকে ২০ গজ দুরে একটি ফাকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ী কিশোরগঞ্জ জেলার তারাইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে আসাদ মিয়া (৩২)। নিহত আসাদ কসবায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।
কসবা সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার নাহিদ হাসান জানান, সকালে টিআলী মোড় থেকে ২০ গজ দুরে ফাঁকা জায়গায় একটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড।