আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 18 January 2022 ১৮৮

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু । আজ মঙ্গলবার ১৮ জানুয়ারী দুপুর দেড়টার দিকে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামে এ ঘটনা ঘটে।তেলিনগর গ্রামের সোহাগ মিয়ার ছেলে জাবেদ (২)।
জাবেদের চাচা জানান, জাবেদ বাড়ির পাশে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে তেলীনগর বড় মসজিদের পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির ডোবার পানিতে জাবেদকে দেখে তুলে আনেন। পরিবারের সদস্যরা জাবেদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
শিশুটির মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোলাইমান মিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার বেশ আগেই শিশুটির মৃত্যু হয়েছে।