আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

৩০ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

জাতীয় 19 January 2022 ১৮৯

ঢাকা।।
শিক্ষাপ্রতিষ্ঠান অতিদ্রুত বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদ করেছেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলি আকন্দ। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৩০ দিনের জন্য। আজ বুধবার ১৯ জানুয়ারী জনস্বার্থে করা তার এ আবেদনে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার ডিসি সম্মেলনের একটি অধিবেশন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তাই এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কথা ভাবছে না সরকার। তবে যদি শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা পরিস্থিতি খারাপ হয় তবে অনলাইনে ক্লাস শুরু করা হতে পারে। এছাড়াও তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আগামী ২-১ দিনের মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হবে।
উল্লেখ্য,দেশে মঙ্গলবার (১৮ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন, আর মারা গেছেন ১০ জন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ।