
ব্রাহ্মণবাড়িয়া।।
ওয়েল মিলের মেশিনে মাফলার আটকে এক শ্রমিক মৃত্যু হয়েছে । শুক্রবার ভোরে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় হাজী ওয়েল মিলে এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিল কেন্দুয়ার মৃত আব্দুস সামাদের ছেলে আ. কাইয়ূম (৬০)।
সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাবুল মিয়ার মালিকানাধীন ওয়েল মিলে নাইট সিফটে শ্রমিক আ. কাইয়ূম কাজ করছিলেন। রাতে শীত বাড়তে থাকায় গলায় মাফলার পড়া ছিলেন তিনি। ভোরে মেইলের চলন্ত মেশিনের বেল্টে তার মাফলার আটকে যায়। এতে সে গুরুতর আহত হলে মিলের অন্যান্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।