আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বালুবোঝাই ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর 23 January 2022 ২১২

ব্রাহ্মণবাড়িয়া।।

বালুবোঝাই ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহতের নাপরিচয় পাওয়া যায়নি।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক সুজন কুমার চক্রবর্তী জানান, সকালে আশুগঞ্জ-আগরতলা চারলেনর কাজে নিয়োজিত এফকন কোম্পানির বালুবাহী একটি ট্রাক আশুগঞ্জ অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কাউতুলী মোড়ে একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হয়।তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৮-৫০ বছর হবে। এই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।